কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Cumilla24

১৮ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

মো: মাসুদ রানা, কচুয়া: 

চাঁদপুরের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর পলিটেশনিক ইনস্টিটিউট শাখার সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম প্রধানের বাবা আব্দুর রাজ্জাক (৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার বাদ আসর উপজেলার মাঝিগাছা জামালিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় সহকারী কমিশনার বাপ্পী দত্ত রনি ও কচুয়া থানার এসআই মিন্টু কুমার ধরের  নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। 

জানাজা নামাযের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার প্রমুখ।

উল্লেখ্য মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শুক্রবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রোকজনিত কারনে আইসিইউতে ভর্তি অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজউিন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন। পরে ওই মাঠে জানাযা নামাজ শেষে মাঝিগাছা প্রধানীয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied