‘রুটিপড়া’ খেয়ে ব্যবসায়ী গুরুতর অসুস্থ, কবিরাজ গ্রেফতার

Cumilla24

১৬ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

মাদারীপুরের কালকিনিতে ‘রুটিপড়া’ খেয়ে ব্যবসায়ীর গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুরের নিজবাড়ি থেকে কথিত সেই কবিরাজ ইস্রাফিল শেখকে (৩৬) গ্রেফতার করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ।  

নিশ্চিন্তপুরের মৃত রাজ্জাক শেখের ছেলে গ্রেফতারকৃত ইস্রাফিল।  

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এসব তথ্য জানান।  

মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, ‘১৫ দিন আগে কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি হয়। চুরি হওয়া এ ঘটনায় দায়ী করা হয় পাশের দোকানি জাহিদুলকে। পরে গতকাল রবিবার সকালে বাজারের পাশে একটি মাদরাসা মাঠে ‘রুটিপড়া’ খাওয়ার আয়োজন করা হয়। কথিত কবিরাজের দেওয়া ‘রুটিপড়া’ উপস্থিত সন্দেহভাজন অর্ধশত মানুষকে একটি করে খাওয়ান দুলাল ও মামুন। জাহিদুলকে চেতনানাশক মিশিয়ে দুটি রুটি ও একটি ডিম খাওয়ানো হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনা সাজানো হয় পরিকল্পিতভাবে। ’

মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম আরও বলেন, গুরুতর অবস্থায় নাজমুলকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামে কালকিনি থানায় মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রোববার রাতেই গোয়েন্দা পুলিশের টিম ইস্রাফিলকে গ্রেফতার করে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied