খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ

Cumilla24

২৩ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

১ আগস্ট আজ থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে ।

গত ২৬ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান বলেন, আইন অনুসারে ১ আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে, খোলা তেল বিক্রি করা যাবে না। আমরা খোলা তেল বিক্রি বন্ধে মাঠে নামব। গত জানুয়ারি থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে যায়।

সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আগস্টের শুরু থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্মত হয়।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied