হত্যা মামলায় পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

Cumilla24

১৯ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

রাজধানীর কদমতলী এলাকা থেকে হত্যা মামলায় সুজন (২৪) ও মো. বশির (৫৫) নামে পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৬ নভেম্বর সোমবার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী কদমতলী থানার মাদবর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার হত্যা মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। তারা মামলার পর থেকে রাজধানীর কমদতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

গ্রেফতারের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied