খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

Cumilla24

২৪ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে মাইদুল ইসলাম (৪৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

এ ঘটনাটি ঘটে ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে।

উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে মাইদুল ইসলাম।  

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় সাপের খেলাসহ কবিরাজি ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন মাইদুল ইসলাম। দুপুরে সাপের খেলা দেখানোর জন্য কাঠের বক্স থেকে সাপ বের করার সময় তাকে দংশন করে একটি সাপ। বিষয়টি তাৎক্ষণিক কাউকে বুঝতে না দিলেও বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন মাইদুল।  

ঘটনার ৩ ঘণ্টার পর বিকেলে মাইদুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।

সাপুড়িয়া মাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, গোবিন্দগঞ্জের হরিরাম পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied