সৌদি আরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু

Cumilla24

৯ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে ৯জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২জন।

১৪ জুলাই শুক্রবার দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।  

নিহত বাংলাদেশিদের মধ্যে ৩ জন নাটোরের ও ১ জন রাজশাহীর। বাকি ৩ জনের বাড়ির ঠিকানা এখনও পাওয়া যায়নি। 

বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন। তবে এখনও জানা যায়নি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।  


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied