নারী নির্যাতনসহ ১৩ মামলার পলাতক আসামি গ্রেফতার

Cumilla24

২৭ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

বুধবার (৩০ আগস্ট) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাহিদ শেখ (৪০) নামে নারী নির্যাতনসহ ১৩ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত জাহিদকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

ওই উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে জাহিদ শেখ।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ মোট ১৩টি মামলা চলমান রয়েছে।  

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (৩০ আগস্ট) বিকেলে বোয়ালমারীর গুনবহা তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।  

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি ফরিদপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল জাহিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তার অনুপস্থিতিতে এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। রায়ের আগে থেকেই পলাতক ছিলেন জাহিদ। এছাড়া জাহিদের বিরুদ্ধে চুরি, মাদক, মারধর, সরকারি কাজে বাধাদানসহ সর্বমোট ১৩টি মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, গ্রেফতারকৃত জাহিদের নামে মোট ১৩টি মামলা রয়েছে। তার নামে এক বছরের সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied