বিয়ের মাত্র আট ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

Cumilla24

২৯ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

বিয়ের আট ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

উপজেলার মামুদপুর ইউনিয়নের কুটিপাড়া বাড়ইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে নিহত যুবক।

পরিবারের সদস্যরা বলেন, দুপচাচিয়ার একটি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন জাকারিয়া। ২৮ আগস্ট সোমবার রাত ১টায় ক্ষেতলাল পৌর এলাকার বুড়াইল গ্রামের মোহাম্মদ আব্দুর রহিমের মেয়ে জেমি আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। নিজের পরিহিত কাপড় ও বউয়ের জন্য কিছু কিনতে ২৯ আগস্ট মঙ্গলবার সকাল ৮টায় মোটরসাইকেল নিয়ে কর্মস্থল দুপচাচিয়া উপজেলায় যাচ্ছিলেন জাকারিয়া। পথে কাহালু উপজেলার দশ মাইল এলাকায় একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।  

তার স্ত্রী জেমি আক্তার বলেন, জাকারিয়া সকালে ভাত না খেয়েই কাপড় আনতে বের হন। যাওয়ার আগে তিনি তার মায়ের আদেশ নিষেধ শোনার পরামর্শও দেন।  

সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied