বিটিএস তারকা ভি একক অ্যালবাম নিয়ে আসছেন

Cumilla24

২০ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএস তারকা ভি।

১ আগস্ট মঙ্গলবার ‘ভি’র এজেন্সি বিগহিট মিউজিকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ খবরটি জানিয়েছে।

জানা গেছে, কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আডরের ব্যানারে ভি এর প্রথম একক অ্যালবামের কাজ চলছে।

প্রথম একক অ্যালবাম প্রকাশের আগে চাপে ভুগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভি।

ভি বলেন, বিশাল চাপে থাকলেও আমি ভীষণ খুশি। অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা। আশা করছি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।

তবে অ্যালবামের নাম, প্রকাশের দিনক্ষণ এখনো জানানো হয়নি। পরবর্তী সময় এ বিষয়ে বিস্তারিত জানাবে বিগহিট মিউজিক।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied