ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় ৫ জনের ফাঁসি কার্যকর

Cumilla24

২০ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

সোমবার (৩ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে অবস্থিত আল আহসা গর্ভনেটরের একটি ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় ৫ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

ধর্মীয় স্থাপনায় হামলার ফলে ৫জন নিহত হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলো। 

খবরে বলা হয়, যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা হলেন মিশরের নাগরিক তালহা হিসাম মোহাম্মাদ আবদো, সৌদি নাগরিক আহমেদ বিন মোহাম্মাদ বিন আহমেদ আসিরি, নাসের বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা, হামাদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা এবং আবদুল্লাহ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল তুরাইজি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied