জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

Cumilla24

২৯ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ বলী। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত জব্বারের বলী খেলার ১১৫তম আসরের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লার বাঘা শরীফ ও রাশেদ। ফাইনালে প্রায় ১১ মিনিট লাড়াইয়ের পর কুমিল্লার বাঘা শরীফের কাছে হার মানতে হয় রাশেদের।

এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে রাঙামাটির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে রাসেলের এর প্রতিপক্ষ ছিলেন কুমিল্লার বাঘা শরীফ।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান সৃজন চাকমা। এর আগে বিকেল চারটায় শুরু হয় বলী খেলার ১১৫ তম আসর। এতে অংশ নেন ৮৪ জন বলী । 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied