নকল কয়েল বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

Cumilla24

২৯ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

নকল কয়েল বিক্রির অপরাধে সিলেটে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

এ অভিযান পরিচালনা করা হয়, ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে।

এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। ব্যাটালিয়ান আনসারের একটি দল অভিযানে সহায়তায় ছিলেন।  

অভিযানে নগরের বিভিন্ন দোকানে চায়না কয়েলের নামে উৎপাদিত ট্রেডমার্ক বিহীন নকল কয়েল বিক্রি হচ্ছে -এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শিবগঞ্জ এলাকার মেসার্স ইসলাম ব্রাদার্সকে ৫ হাজার, হাউজিং স্টেট এলাকার ইয়ান এন্টারপ্রাইজকে ২৫ হাজার, বন্দরবাজারের মনির অ্যান্ড সন্সকে ৫ হাজার, উপশহরের নিউ সিটি স্টোরকে ২ হাজার ও সামি স্টোরকে আরও ৩ হাজারসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অভিযানকালে বিভিন্ন নামে প্রায় ৬শত প্যাকেট নকল চায়না কয়েল জব্দ করে তা বিনষ্ট করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied