ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

Cumilla24

২৬ দিন আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫


#

৩১ আগস্ট বৃহস্পতিবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার রড ও তিনটি রামদা জব্দ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো: পিকুল শেখ (৪৮), জাকির হোসেন (৪৫), এরশাদুজ্জামান ইমন (৪১), আনোয়ার শেখ (৫০) ও সবুজ শেখ (৩৮)। ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলায় তাদের বাড়ি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম।

এর আগে ৩০ আগস্ট বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার চর বনমালিপুর এলাকার একটি মেহগনি বাগান থেকে গ্রেফতার করা হয় তাদের।

গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত, দস্যু, প্রতারক এবং চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে ফরিদপুর ও আশপাশের জেলায় একাধিক ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মাদক, প্রতারণাসহ অন্যান্য মামলা আছে বলে জানান বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied