কুমিল্লায় শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ে সারজিস আলম

Cumilla24

১৪ ঘন্টা আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করে দুপুরে কুমিল্লা শহরে এসে কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলের নেতারা।

দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার হোটেল নুরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির উত্তরের সমন্বয়ক সারজিস আলম। পরে সেখানে এক ঘরোয়া মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। এছাড়া কুমিল্লা জেলার এনসিপি নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

পরে শহীদ মাছুম মিয়ার কবর জিয়ারত শেষে বিকাল টায় নগরীর টাউন হল মাঠে সভায় যোগদান করেন তারা।

দলের নেতারা জানান, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতেই এই পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে। তারা বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে নাগণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এনসিপি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied