অভিনেত্রী মেহজাবীনের একি হাল !

Cumilla24

১২ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫


#

১৪ জুলাই শুক্রবার প্রকাশ করা হয় আমি কী তুমি? সিরিজের ফার্স্টলুক পোস্টার। যেখানে মেহজাবীনের চোখেমুখে বিস্ময়!

পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে।

এতে ব্যতিক্রম এক লুকে দেখা গেছে মেহজাবীনকে। মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখ, গড়িয়ে পড়ছে কাজল।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন ফেসবুকে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনো শুধু হ্যাঁ বা না হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।


ওয়েব সিরিজটি নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন,  এটি থ্রিলার হররের বাইরে রোমান্স ড্রামা বেইজ একটি কনটেন্ট। দর্শক অনেক দিন পর আমার ভিন্ন জনরার কাজ দেখতে পাবেন।

শিগগিরই সিরিজটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied