৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

Cumilla24

১৯ দিন আগে শনিবার, অক্টোবর ২৫, ২০২৫


#

মেহেরপুরে ৩৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।  এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুল নাম্বারে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে মালিকদের কাছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার মো. রাফিউল আলম এক সংবাদ সম্মেলনে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করেন।


পুলিশ সুপার মো. রাফিউল আলম বলেন, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৯টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুল নাম্বারে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। সেগুলো হস্তান্তর করা হয়েছে প্রকৃত মালিকদের কাছে।

এসময় উপস্থিত ছিলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মেহেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied