লবণের দানার চেয়েও ক্ষুদ্র আকৃতির অদৃশ্য মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগ

Cumilla24

২৩ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

বিচিত্র সব জিনিস তৈরির জন্য বেশ নামডাক রয়েছে এমএসসিএইচএফের। প্রতিষ্ঠানটি তাদের সাম্প্রতিক পণ্য ‘মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগ’ তৈরি করে বিলাসবহুল ফ্যাশনপণ্য নির্মাতা লুই ভিতনের একটি ব্যাগের আদলে।

কিছুদিন আগে মার্কিন প্রতিষ্ঠান এমএসসিএইচএফ ‘অদৃশ্য’ একটি হ্যান্ডব্যাগ তৈরি করে বিশ্ব সাড়া ফেলে দিয়েছিল। ‘অদৃশ্য’ বলার কারণ হচ্ছে, ব্যাগটি এতটাই ক্ষুদ্র যে, খালি চোখে দেখা যায় না। ব্যাগটি দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে। যার কারণে ব্যাগটির নাম দেওয়া হয় ‘মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগ’।

মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগটি লবণের দানার চেয়েও ক্ষুদ্র একটি কণা আকৃতির। আর এতটাই পাতলা যে সুচের ফুটো দিয়ে বের হয়ে যেতে পারে। একটি অনুবীক্ষণ যন্ত্র এবং ডিজিটাল ডিসপ্লেসহ ব্যাগটি বিক্রি করা হয়েছে, যার মাধ্যমে ক্রেতা ব্যাগটি দেখতে পারবেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘অদৃশ্য’ সেই ব্যাগটি বুধবার (২৮ জুন) ফ্রান্সে একটি অনলাইন নিলামে ৬৩ হাজার ডলার অর্থাৎ প্রায় ৬৯ লাখ টাকায় বিক্রি হয়েছে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied