রাতে খাবার না দেয়ায় স্ত্রীকে হত্যা

Cumilla24

১৩ ঘন্টা আগে শুক্রবার, আগস্ট ২২, ২০২৫


#

রাতে খাবার পরিবেশন না করায় স্ত্রীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন করেন এক ব্যক্তি। স্ত্রীকে হত্যার দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ভারতের রাজস্থানে এ ঘটনা ঘটেছে। 

নিহত নারীর নাম সুমন বিনিওয়ার। সুমন বিনিওয়ার ছিলেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) মহিলা মোর্চার সাবেক সভাপতি। 

তার স্বামী রমেশ বেনিয়ালকে (৩৫) গতশনিবার বিকেলে মাতা কা থান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ঘর সংসার করছিলেন ১৫ বছর ধরে । তাদের ১সন্তান হোস্টেলে থেকে লেখাপড়া করে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ডিসিপি অমৃতা দুহান জানান, বছরখানেক ধরে তারা বর্তমান ঠিকানায় আছেন। শুক্রবার মধ্যরাতে এই দম্পতির মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়। ক্ষোভের বশে রমেশ স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত করে। তিনি সারারাত দরজা আটকে স্ত্রীর মৃতদেহের পাশে বসেছিলেন। শনিবার বিকেলে পুলিশ আসার পর তিনি দরজা খুলেন। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied