মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত

Cumilla24

১৬ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগমারা থেকে রাজশাহী যাওয়ার পথে রাজশাহীর নওদাপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় জিল্লুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা নিহত জিল্লুর রহমান। জিল্লুর রহমান মোটরসাইকেল চালিয়ে সকালে বাগমারা থেকে রাজশাহী যাচ্ছিলেন।

রাজশাহী শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, মোটরসাইকেল নিয়ে নগরীতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন জিল্লুর রহমান। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে তার গ্রামের বাড়ি। তবে এখনও জানা যায়নি তার বাবার নাম।

নিহত জিল্লুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে মাইক্রোবাস ও এর চালককে। ওসি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied