মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় এক পথচারী নিহত

Cumilla24

২৩ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন।  

এ দুর্ঘটনা ঘটে সোমবার ৪ সেপ্টেম্বর সকালে ঢাকা-খুলনা মহাসড়কে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই ব্যক্তি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পথচারীর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশ।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান জানান, মরদেহের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি। ঘটনার পর পরই আটক করা যায়নি পালিয়ে যাওয়ায় ট্রাকচালককে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied