ভুয়া ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ২

Cumilla24

২৯ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

সাভারে ভুয়া ডিবি পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।  

গ্রেফতারকৃতরা হলো: আফজাল হোসেন (৩৮) ও শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮)।

২৭ সেপ্টেম্বর বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদেরকে।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বলেন, সম্প্রতি বেশ কিছুদিন ধরে আশুলিয়া, সাভার, ধামরাই, নরসিংদী এবং রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার দায়ের করা হয়। গত ৪ সেপ্টেম্বর ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্যে এক মাদ্রাসা শিক্ষককে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এই ঘটনায় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে চোখ বেঁধে মারধর করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছিলো। দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied