বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে ২০ মিয়ানমার নাগরিক আটক

Cumilla24

২৭ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলিশ।

বান্দরবান পৌরসভার ট্রাফিক মোড় এলাকার পর্বত আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো: মো. জোহর (৩৫), নুর আলম (৫০), হাফিজুর রহমান (২৮), হোসাইন (২২), মো. ইউসুফ (২১), নুর আলম (৩৭), আরিফ (৩০), হাসান (২০), সিদ্দিক (২১), আরাফাত (২০), রুহুল আমিন (২২), সালাম (২৫), রিফান (১৬), আলিম উল্লাহ (২৬), আলম (৩০), হাকিম (৩০), জাফর হোসেন (২২), রশিদ উল্লাহ (১৬), আহমুদুল (৫২) ও হোসেন আহমদ (৩৬)।

পুলিশ বলেন, আটককৃতরা সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়া থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।

আটকদের মধ্যে মো. ইউসুফ বলেন, মিয়ানমারের হ্লাছিদং এলাকায় তার জন্ম। বর্তমানে কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনি বসবাস করেন। বান্দরবানের ফজল করিম মাঝি নামে এক ব্যক্তি ওই ক্যাম্পের ২০ জন মিয়ানমার নাগরিককে কাজের ব্যবস্থা করে দেওয়ার বলে এই হোটেলে অবস্থান করতে বলেছেন।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাদের ক্যাম্পে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম চলমান।

জেলা জুড়ে অস্ত্র, চোরাচালান, মাদক ও সন্ত্রাসীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied