খেলনার গাড়িতে করে ইয়াবা সরবরাহের সময় এক নারী আটক

Cumilla24

২০ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

বরিশালের উজিরপুরে ২টি খেলনা গাড়ির মধ্য থেকে প্রায় ১০ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির জানান শুক্রবার দুপুরে এ অভিযান করা হয়।

আটককৃত মাদক কারবারি শান্তনা আক্তার (২৫) বরিশাল সদর উপজেলার কাগাশুরা হাওলাদার বাড়ির বাসিন্দা মো. সুরুজ হাওলাদারের স্ত্রী। তবে সে বরিশাল নগরের পলাশপুর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও উজিরপুর উপজেলার দামোদর কাঠি এলাকার মৃত হাসান সরদারের মেয়ে।

ডিবির এসআই কাজী ওবায়দুল কবির জানান, শুক্রবার জুমার নামাজের পর উপজেলার দামোদরকাঠি গ্রামের পিত্রালয় থেকে ইয়াবা নিয়ে বরিশাল নগরের পলাশপুর এলাকার উদ্দেশে রওনা দেয় শান্তনা আক্তার। গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় অবস্থান নেন তারা। বামরাইল ইউনিয়ন পরিষদের সামনে এসে পৌঁছালে শান্তনাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে দুটি খেলনা গাড়ির মধ্যে লুকানো ৫০ প্যাকেট থেকে ৯ হাজার ৯০৩ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হবে তার বিরুদ্ধে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied