কুমিল্লায় ২ ভারতীয় নাগরিককে মাদকসহ আটক করেছে বিজিবি

Cumilla24

২৬ দিন আগে শনিবার, অক্টোবর ২৫, ২০২৫


#

কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে মাদকসহ আটক করা হয়েছে।

 

শনিবার (২ নভেম্বর) কুমিল্লা সীমান্তে বিজিবির শাহাপুর পোস্ট এর বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে শাহাপুর সীমান্ত পিলার ২০৮৪/৭-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪টি বিয়ার ক্যানসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন: ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুরা থানার শুভাপুর গ্রামের মৃত দেলোয়ারের ছেলে  মো. রনি (২১) এবং একই এলাকার মৃত আইয়ূব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।  আটককৃতদের কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


রবিবার (৩ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied