কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে সালাউদ্দিন হোটেলসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Cumilla24

১ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (২২ জুন) দুপুরে আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে সালাউদ্দিন সুইটস এন্ড হোটেল-এ পচা-বাসি (ফাংগাসযুক্ত) মিষ্টি বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কান্দিরপাড়ের ফারক ফল বিতানকে বেশি দামে পণ্য বিক্রি ও ভাউচার সংরক্ষণ না করায় ৩,০০০ টাকা জরিমানা এবং ধর্মসাগরের পিৎজা জোন (ভুতের বাড়ি) রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied